মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে
কষ্ট পাওয়া সৃতি গুলো চোখে ভাসে
বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে
তবুও মানুষ কস্টকে কেন ভালোবাসে ।
তোমাকে ভুলতে পারলেও,
তোমার সৃতিগুলো কখনই
ভুলতে পারবো না ।
ভালোবাসা ক্ষণিকের জন্যে নয়
ভালোবাসা তো অনন্ত কালের জন্য
ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের ।
সুখী হতে চাও ? খুব সহজঃ
স্বার্থপর হয়ে যাও
অনেক সুখে থাকবে ।
যেই খাচাতে থাইকা
শিখলি প্রেমের মানেটা
সেই খাচাটা ছাইরা
যাইতেও কষ্ট পাইলি না ।
পথ খুঁজে যায় পথের সীমানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘ শ্বাসের জল ।
সময় বদলে যায় জীবনের সঙ্গে
জীবন বদলে যায় সম্পর্কের সাথে
সময় বদলায় না আপনজনের সঙ্গে
শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে ।
ভালোবাসার অনুভুতিগুলো
খুব আজব রকমের হয়
কখনো কষ্টের মাঝে লুকানো
সুখ খুঁজে পাওয়া যায় ।
কার হার্টে কার বিট চলে,
কার আবেগে কে গলে,
কার চোখে কে অশ্রু ফেলে ।
ভালোবাসা অন্যায় নয়,
কিন্তু ভালোবাসার নামে
অভিনয় করাটা অন্যায় ।
ভালোবেসে যারা জীবন দিয়ে চলে
গেছে তারাই ভালো করেছে,
তা না হলে প্রতিদিনই নতুন
করে মনের মৃত্যু হতো ।
পথ খুঁজে পায় পথের সীমানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী এখন
শুধুই সৃতির শতদল ।
জল ছুঁয়ে যায় চোখে বারে বার,
তুমি না ফিরলে আমি হবো কার ?
পৃথিবীর সবচেয়ে
দুর্বল স্থান হলো মন
আর সব চেয়ে দুর্বল
অস্ত্র ভালোবাসা ।
যাকে ভালোবাসার নামে
আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন,
তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু
আপনার চলার পথকে পিচ্ছিল
করে দিবে একদিন ।
যদি মনের অনুভূতি ঠিক থাকে
তাহলে সম্পর্কটাও থাকে আজীবন
সুখ এমন একটা App যা,
সবার লাইফে install হয় না ।
অপেক্ষা তো সেই করে,
যে কাউকে মন থেকে
ভালোবাসে ।
কাউকে একবার মন থেকে ভালোবেসে
দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর
চেয়ে অনেক কঠিন মনে হবে ।
যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো
তাহলে ভেবোনা সে বোকা ।
শুধু এটাই ভাববে যে সে তোমাকে
এতটাই বিশ্বাস করেছিল
যার যোগ্য তুমি নও ।
প্রার্থনা করি
যারা যাকে ভালোবাসে
তাকে যেন পায়,
কেননা অসমাপ্ত ভালোবাসা
সত্যি খুব কাঁদায় ।
Bengali koster status love:
“অনেক গুলো রাত পার হয়ে গেলো
তোমার সাথে কথা বলি নি।
বাট এমন কোন রাত বাকি নেই,
যে তোমার কথা ভাবিনি”
“যে মানুষ অন্যের অনুভূতির
মূল্য দিতে জানে না,
সে কখনো কাউকে
ভালোবাসতে পারে না।”
“ভালোবাসা থাকা সত্ত্বেও
কিছু কিছু সম্পর্ক,
ভুল বোঝা বুঝির
কারণে নষ্ট হয়ে যায়”
“সে এসে বসুক পাশে
যেভাবে অসুখ আসে
তারপর হয়ে যাক, যন্ত্রণা অনায়াসে।
তবুও আসুক সে
জানুক, প্রিয়তম অসুখ সে!”
“ভালোবাসা এমন এক বদ অভ্যাস
যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ
পাবার জন্যে সারা জীবন কষ্ট
সইতে দ্বিধা বোধ করে না।”
হ্যাঁ বদলে গিয়েছি,
সময়ের সাথে তাল মিলিয়ে
অনুভূতির পাত ছিঁড়ে
আমি হারিয়ে গিয়েছি ।
গিরগিটি রং বদলায় আত্ম রক্ষার্থে
আর মানুষ রং বদলায় সার্থ রক্ষার্থে ।
তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর
যে সাগরে প্রতিরাতে ডুব দিয়ে
নিজেকে হারিয়ে ফেলি ।
সুখী তো তারাই হয়,
যারা অন্যের বুকে ছুরি
মেরে ভালো থাকতে জানে ।
তোর মন খারাপের রাতে
যখন একলা আকাশ দেখিস
খুব কাছেই আছি আমি
ইচ্ছে হলেই ডাকিস ।
তুমি বেঁচে থাকো আমার সকল
ভাল লাগার কারণ গুলো নিয়ে
আমি না হয় বেঁচে থাকবো
তোমার সকল অতীত গুলোকে
আঁকড়ে ধরে ।
কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো
একসময় কলিজায়
আঘাত করে চলে যায়
এটাই বুঝি বাস্তবতা ।
তুমি আমার হৃদয়ে যদি থাকো
একদিন জানি কাছে আসবে
জানি আমাকে শুধু ভালোবাসবে ।
তুমি আমি কেন দূরে দূরে ?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
মন কি যে চায়
কাটে শুধু বেদনায় ।
একটা মানুষ তখনি একা
থাকতে পছন্দ করে যখন
সে দেখে সবাই তাকে ঠকায় ।
কাউকে কষ্ট দিলে তোমাকেও
কষ্ট পেতে হবে
সেটা আজ হোক বা কাল ।
ভুল করে হলেও যাকে
একবার ভালোবেসে ফেলা যায়
শত চেষ্টা করেও তাকে মন থেকে
কখনো ঘৃণা করা যায় না ।
কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের,
কিন্ত তার চেয়েও বেশী কষ্টের
হলো আসবেনা জেনেও তার জন্য
অপেক্ষা করে ।
আমার গায়ে নিকোটিনের গন্ধ
আর তোমার গায়ে পর পুরুষের ।
আমি রাগ করি না, কারণ আমি জানি
আমার রাগের মূল্য নেই কারো কাছে ।
আজীবন সাজাপ্রাপ্ত, দন্ডপ্রাপ্ত
আসামীর মত বড় একা আমি
বড় একা ।
ভালোবাসা চিরদিনই বেঁচে থাকা
কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে
কখনো সৃতি হয়ে, কখনো
আবার কারো চোখের জল হয়ে ।
সুখী মানুষ গুলোর পতন
সব সময় ভালোবাসার
কারণে হয়, মাদকের জন্য নয় ।
আমার স্বপ্নগুলোতে দেয়ালে জমে
থাকা শেওলার মত শেওলা পড়ে গেছে ।
চোখের অশ্রুটাও বেইমান
ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য
নিজের অস্তিত্ব টাও এখন বেইমানি
করে শুধুমাত্র তোর জন্য ।
সেই মানুষ টার ভরসা ভেঙ্গো না
যে সব হারিয়ে শুধু তোমার
ভরসায় বেঁচে আছে ।
তুই তার প্রেমেতে অন্ধ
আমি তোর প্রেমেতে সিমাবদ্ধ ।
আমার স্বপ্ন আজ আমার
আর্তনাদের মূল কারণ,
আজ আমি কাদছি তবে
অতীতকে নিয়ে ভাবছি না ।
একবার বলেই দেখতে, তোমার ভালোবাসা
চাই না টাকা চাই । দিন রাত খেটে হলেও
তোমার চাওয়া পূরণ করতাম ।
কাওকে ঠকিয়ে নিজেকে
বড় ভেবো না ।
সময়ের ব্যবধানে তুমিও
একদিন ঠকে যাবে ।
ভেজা ভেজা চোখ আমি
রোদ্দুরে শুকাবো
ভালোবাসি তোমারে
কি করে তা লুকাবো ।
স্তব্ধ রাতগুলো একসময় হাসিতে পুর্ন
থাকতো, আজ নীরবতায় পুর্ন থাকে ।
আমি একদিন নিখোঁজ হবো
উধাও হবো রাত প্রহরে
সড়ক বাতির আবছা আলোয়
খুঁজবে না কেও শহরে ।
তোমার হাতে হাত রেখে পাশাপাশি
হেঁটে চলার চিরচেনা সেই পথ গুলো
আজ বড্ড অচেনা ।
তার খোজ আমি আর রাখি না
ডাক নামে আমি তারে ডাকি না ।
আমাকে ভালোবাসতে হলে আমার
মৃত্যুর আগে বাসো মৃত্যুর পর তোমাদের
ভালোবাসা দিয়ে আমি কি করবো ।
জীবনে কাউকে আঘাত করার আগে
একটু ভেবে নিও নিজে আঘাত পেলে
কেমন লাবে, মনে রেখো কাউকে কাঁদিয়ে
বেশী দিন ভালো থাকা যায় না ।
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে ।
বুঝিনি এতটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে ।
সময় জুড়ে শুধুই শূন্যতা
নীরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি হারাবো
কখনো তোমায় এভাবে ।
সুখ নামের ময়না পাখি হয়তো
আর আসবে না ফিরে
আমার এই মনের ছোট্ট ঘরে ।
দুঃখ নামের নিষ্ঠুর পাখি
আমার থাকবে সারা জনম ভরে ।
আজ থেকে বদলে যাব, হয়ে যাব নিষ্ঠুর ।
করে আপন সাদা কাপন, পাড়ি দেবো অচিনপুর ।
ভুলে গিয়ে সব কিছু, বাঁধবো একটি ঘর ।
সেই ঘরটির নাম হবে, অন্ধকার কবর ।
Post a Comment