আসসালামু আলাইকুম বন্ধুরা,| আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরণের বাংলা ইসলামিক স্টেটাস গুলো আপডেট করে থাকি এই ওয়েবসাইট টিতে। আর আগেও এই ধরণের Islamic Status Bangla প্রতিনিয়ত আপডেট করতে থাকবো ইনশাল্লাহ।

 About: ইসলামিক স্ট্যাটাস ~ Islamic status bangla (Google Play version) | |  Apptopia

1.
মানুষ সবসময় মৃত্যু থেকে 

বাঁচার চেষ্টা করে কিন্তু 

জাহান্নাম থেকে নয়। 

অথচ, মানুষ চাইলে 

জাহান্নাম থেকে বাঁচতে পারে। 

কিন্তু, মৃত্যু থেকে নয়।




2.

আল্লাহ বলেছেন;-

"যে ব্যক্তি আমার ভয়ে 

১ফোটা চোখের পানি

 ফেলবে, আমি আল্লাহ

 তার জন্য জাহান্নামের

 আগুন হারাম করে দিব."





3.

"আপনি এমন কিছু খুঁজছেন 

যা চিরকাল স্থায়ী হয়, 

অস্থায়ী জগতে।



4.

**মানুষের মধ্যে সর্বাপেক্ষা 

অক্ষম ঐ ব্যক্তি যে

ব্যক্তি দোয়া করিতে 

অক্ষম, অর্থাৎ দোয়া

 করে না.**

(হযরত মুহাম্মাদ সঃ)



5. 
হে মুমিনগন,

জুমআর দিনে যখন 

সালাতের আজান দেয়া হয়.

তখন তোমরা আল্লাহর

স্বরনপানে ত্বরা কর.

এবং কেনাবেচা বন্ধকর.

এটা তোমাদের জন্য উত্তম.

যদি তোমরা এটা বুঝ.





6.

চোখের পানিও একটি প্রার্থনা, 

তারা আল্লাহর কাছে পৌঁছায় 

যখন আমরা কথা বলতে পারি না।



7.
আল্লাহ তায়ালা বলেছে, 

তোমরা ছলনা ছলে 

ও মিথ্যা কথা বলো না।

হযরত মোহামমদ (সাঃ)

বলেছেন ২টা জিনিষ 

কাছে রাখলে কোন দিন বিপদ আসবেনা 

১=কোরআন 

২=হাদিস ,

ইহা ১০০% সত্য.





8.

জীবনে যা ঘটে তা 

এড়ানো যায় না এবং 

যা হওয়া উচিত নয়

 তা ঘটতে পারে না কারণ
 
  আল্লাহই ভালো জানেন।

 
  
   
 
9.
যাকে ভয় করি। 

তার নাম হাশর…!!!

যাকে বিশ্বাস করি!

তার নাম কুরআন…!!!

যার কাছে আমি ঋণী!

তার নাম মা…!!!

 যাঁকে নেতা মানি!

তিনি হলেন রাসূল(স)…!!

যার কাছে মাথা নতকরি!

তিনি হলেন আল্লাহ”!






10.

তিনটি জিনিস মানুষকে
 উত্তম বানায়ঃ-

*--ঠান্ডা মস্তিষ্ক 
* - - মিষ্টি জিহ্বা 
*-- নরম হৃদয়






11.
আর আল্লাহ ব্যতীত কে
 
পাপ ক্ষমা করতে পারে?

"নিশ্চয়ই আমার রব 

প্রার্থনা শোনেন"







12.
যদি কাঁদতে চাও,

তবে নামাজ পড়ে

আল্লাহর দরবারে কাঁদ,

 কারণ তোমার চোখের 

পানিরমূল্য কেউ না দিলেও, 

আল্লাহ তোমার প্রতি ফোঁটা 

অশ্রুর অনেক মূল্য দেবেন।







13.
নতুন আশা,

 নতুন দিন,

আজকে হল জুমার দিন।






14.

ভাগ্য এবং ক্ষমতা

চেয়ে প্রার্থনায় শক্তি বেশি।

মায়ের আশীর্বাদে 

ভাগ্যের রেখা তৈরি হয়।








15.

বই শুধু জ্ঞান দেয়,
 
আর আমার আল্লাহ 

আমাদের হেদায়েত দেয়।








16.
যখনই আপনি প্রার্থনা করবেন,

 আপনার অবস্থান দেখে  করুন, 
 
  আপনার প্রভুর মহিমা দেখে নয়।








17.
মুসলিম আমার নাম!

কুরআন আমার জান!

নামাজ আমার গাড়ি!

জান্নাত আমার বাড়ী!

আল্লাহ্ আমার রব!

নবী আমার সব!

 ইসলাম আমার ধর্ম!

 এবাদত আমার কর্ম!




18.

প্রেমে কিংবা ভালবাসায় নয়, 

নামাজের পাঁচ ওয়াক্তে

 আনন্দ ও শান্তি আছে।



19.

একটি বড় ঘর এবং

 একটি বড় হৃদয় দিয়ে 
 
 কি করা যায় যখন 
 
 এটি শুধুমাত্র আল্লাহর 
 
 যিকির ছাড়া খালি থাকে।


20.
হে মুমিনগন,জুমআরদিনে

যখন সালাতের আজান

দেয়া হয়.

তখনতোমরা আল্লাহর 

স্বরনপানে ত্বরা কর.

এবং কেনাবেচা বন্ধকর.

এটা তোমাদের জন্য 

উত্তম.যদি তোমরা এটাবুঝ

#আলহাদিস#.
 
 
 

21.

আপনার কথা নয়, 

আপনার কন্ঠ তুলুন। 
 
এমন ভাবে যাতে

বৃষ্টি হয়, ফুল গজায়, 

আর যেন এমন না 

হয় যে বজ্রপাত হয়



22.

হে আমাদের পালনকর্তা,

আপনি তো জানেন,

আমরা যা কিছুগোপনে 

করি এবংযা কিছুপ্রকাশ্য করি। 

আল্লাহরকাছে পৃথিবীতে

 ও আকাশে কোন

 কিছুই গোপন নয়।







23.

আপনি আপনার আল্লাহর

কাছে চেয়ে দেখেন

 কারণ তিনি আপনার 
 
 অবস্থা বা জাত দেখেন না।






24.

যখন একজন ব্যক্তি মানুষের

 পরিবর্তে তার প্রভুর উপর
 
  অন্ধভাবে বিশ্বাস করা শুরু 
  
  করে, তখন বিশ্বাস করুন 
  
  যে প্রভু তাকে কখনও
  
   নিরাশ করেন না।








25.

আলিম হব,

জাহিল থাকবনা।

দাড়ি রাখব,

মিছা কথা বলব না।

মিছামিছি হাসবনা,

ঈমান ঠিক রাখব।

 মসজিদ আবাদ করব,

জলে উঠুন ঈমানি শক্তিতে।






26.

আমরা পৃথিবীতে সবচেয়ে 

অপমানিত মানুষ ছিলাম 

এবং আল্লাহ আমাদেরকে

ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন।






27.

যারা খারাপ বলে,

 চুপ থাকো, 
 
 যারা তোমাকে পীড়ন করে, 
 
 আল্লাহর শপথ করে, 
 
 তুমি এমন শক্তি হয়ে যাবে, 
 
 এমনকি পাহাড়ও পথ দেবে।


    
28.

সময় খারাপ হোক বা ভালো, 

আল্লাহ কখনো ছেড়ে যান না।

এবং আমাদের উচিত 

আল্লাহ পথে থাকা।
 
 



29.

জীবনে নামাজ পড়ুন 

এমন ভাবে যেন এটি

 আপনার শেষ নামাজ।





30.

জীবনে ছয়টি 

জিনিস কখনো 

ভেঙ্গে ফেলো না?



১=মন.

২=সম্পর্ক.

৩=ভরসা.

৪=ভালোবাসা.

৫=বিশ্বাস.

৬=বন্ধুত্য.

সঠিকমনে করলে 

জানিয়ে দাও.


31.
আমি আমার প্রভুর 
কাছ আশা না করে
থাকতে পারি? , 
আমার এই ক্ষমতা নেই।




32.

বাতাস যেমন জলবায়ু পরিবর্তন
 করতে পারে  ঠিক
তেমনি  প্রার্থনা করতে
পারে বিপদআপদ 


 

Post a Comment