আসসালামু আলাইকুম বন্ধুরা,| আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরণের বাংলা ইসলামিক স্টেটাস গুলো আপডেট করে থাকি এই ওয়েবসাইট টিতে। আর আগেও এই ধরণের Islamic Status Bangla প্রতিনিয়ত আপডেট করতে থাকবো ইনশাল্লাহ।


" মানুষ সব সময় মৃত্যু
👇👇👇
থেকে বাঁচার চেষ্টা করে,
👇👇👇
কিন্তূ জাহান্নাম থেকে নয়,
👇👇👇
অথচ মানুষ চাইলে জাহান্নাম
👇👇👇
থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় ।"

Islamic Status Bangla
Islamic Status Bangla


মানুষের মধ্যে যখন শক্তির অহংকার দেখা দেয়,তখন সে নিজের ভুল গুলোকেও দুরদর্শিতা মনে করে, আর নিজের উপলব্ধি ব্যতিক্রম কোন কথা 🌜শুনতে পছন্দ করেনা।🌛
💙💚💛


⇛ নিশ্চয়ই শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন!❤️

আল্লাহ এই জুম্মার দিনের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন

- আমিন🌸

⇛ প্রতিরাতে শেষ তৃতীয়াংশে ১ম আসমানে এসে আল্লাহ বলেন-
কে আমাকে ডাকে!
আমি সাড়া দিব যা চাইবে তাই দিব!"

-বুখারি-১১৪৫

সুবহানআল্লাহ্❤

⇛ একাকি হয়ে যাওয়া মানে
তুমি খারাপ সঙ্গ ত্যাগ করেছ।

__হযরত উমার (রা)

Islamic Status Bangla
Islamic Status Bangla


⇛ যে আপনার ইবাদতে ব্যাঘাত ঘটায় সে
আপনার বন্ধু নয় সে আপনার
প্রকৃত শত্রু !! 

যে আপনার সফলতা কে সহ্য করতে পারে না সে আপনার আপনজন নয়, সে আপনার
ঘুর দুশমন‌




⇛ তিনজনের দোয়া নিঃসন্দেহে কবুল হয় ৷
-মজলুমের দোয়া
-মুসাফিরের দোয়া
-সন্তানের জন্যে মা বাবার দোয়া ৷
[ইবেনমাজাহ-৩৮৬২]


⇛ " মেকআপ নষ্ট হয়ে যাবে
দেখে কেউ ওজু করেনা
আর কেউ কেউ ওজু করতে
হবে দেখে মেকআপ করেনা। 


⇛ পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন?
◑বেয়াদবের জিহ্বা!

☞জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর উত্তর কি?
◑নিরবতা!

☞পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন?
◑বাবার কাঁধে ছেলের লাশ!

☞পৃথিবীর সবচেয়ে কঠিন মূহুর্ত কি জানেন?
◑ভালোবাসার মানুষটি যখন অন্যের জন্য বধূ সাজে!

☞পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কেউ আছে কি?
◑গরিবের হক মারে যে!

☞পৃথিবীর সবচেয়ে মজবুত ছাদ?
◑বাবার ভরসার হাত!

☞পৃথিবীতে অল্প সময়ে গলে যে বস্তু ?
◑মায়ের মন!

☞পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যাক্তিটি কে?
◑যে নিজের ছেলেমেয়ের নজরে ঘৃণিত!

☞পৃথিবীর সবচেয়ে সুন্দর মূহুর্ত কোনটা ?
◑সদ্য জন্ম নেয়া সন্তানকে কোলে নিয়ে মায়ের মুখের হাসি!

☞পৃথিবীর সবচেয়ে দামী জিনিস কি?
◑মেয়ের বিদায় বেলায় বাবার দোয়া!

☞পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যাক্তি কে?
◑যার নিজেকেও নিজের ভালো লাগেনা!

☞পৃথিবীর সবচেয়ে আরামদায়ক বিছানা কোনটা?
◑সাড়ে তিন হাত মাটির ঘর!
.
জীবন চলার পথে হাজার মানুষের সাথে আমাদেরকে ওঠা বসা করতে হয়। তন্মধ্যে কিছু বন্ধু আমাদের
জুটে যায় কিন্তু প্রকৃত বন্ধু নির্বাচনে আমরা
অনেকেই ভুল করে থাকি। 


⇛ "সূরা ইয়াসিন"এর এমন একটি আয়াত আছে যেটা জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়!

-"সালামুন কাওলাম মীর রাব্বীর রাহীম" 🖤

( আয়াতঃ৫৮)


Islamic Status Bangla
Islamic Status Bangla



⇛ কেমন হবে বিচার দিবস ?

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল

আজীম।

মহান আল্লাহ বলেন,

১। সেদিন সকলে একত্রিত হবে(সুবহানআল্লাহ) [সূরা আন'আম-২২]

২। দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়(লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ)[মিশকাত ৫২৯৮]

৩। মানুষ নগ্নপদ, নগ্নদেহ খতনাবিহীন সমবেত হবেন(আলহামদুলিল্লাহ)

[বুখারি,মুসলিম]

৪। কেউ কারও প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে

না(আল্লাহু আকবার)[মিশকাত-৫৩০২]

৫। কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত

করা হবে(আল্লাহ্‌)[মিশকাত ৫৩০৩]

৬। প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে

ঘোষিত হবে(আস্তাগফিরুল্লা) [বুখারি-৪৭৪১]

৭। ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান

পর্যন্ত পৌছাবে(আল্লাহু আকবার) [বুখারি]

৮। সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল

অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে(সুবহানআল্লাহি ওয়াবি হামদিবি,সুবহান আল্লাহিল আজিম) [বুখারি,মুসলিম]

৯। দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদা করেনি

কিংবা লোক দেখানোর জন্য সিজদা করেছে তারা

সেদিন আল্লাহকে সিজদা দিতে পারবে না(লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা:)

[সূরা কালাম ৪২-৪৩]

১০। মুমিনদের হিসাব হবে মুখোমুখি(আলহামদুলিল্লাহ) [মিশকাত]

১১। যার হিসাব পুঙ্ক্ষানুপুঙ্ক

্ষানুভাবে যাচাই করে

হবে, সে ধবংস হবে(সুবহানআল্লাহ) [মিশকাত৫৩১৫]

১২। ঐদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে(আল্লাহুম্মা আজিরনি মিনান নার) [সূরা

ইয়াসিন-৬৫]

১৩। হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে

সাক্ষ্য দিবে(আল্লাহু আকবার)[সূরা নুর ২৪]

১৪। সে দিনের সময় সীমা হল ৫০ হাজার বছরের

সমান(লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা:) [মুসলিম, মিশকাত ১৭৭৩]

১৫। তবে দিন মুমিনের জন্য একটি ফরজ সালাত

আদায়ের সময়ের ন্যায় মনে হবে(আলহামদুলিল্লাহ) [বায়হাকী,

মিশকাত ৫৫৬৩]

.

এখনি সময়,নামাজ কায়েম করুন,আল্লাহ্ পথে ফিরে আসুন।একবার কবরে গেলে আর ফেরা হবে না,

আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পরার

তৌফিক দান করুক।আমিন।❤❤❤❤


⇛ পৃথিবীর সব সম্পর্কের শেষ আছে,,,,,,,,,

কিন্তু,

বান্দার সাথে আল্লাহর

সম্পর্কের শেষ নেই,,,,

Islamic Status Bangla | ইসলামিক স্টেটাস বাংলা
Islamic Status Bangla | ইসলামিক স্টেটাস বাংলা



Post a Comment