প্রতিদিন সকাল বেলা দুজন ফেরেশতা অবতরন করেন । অতঃপর দুজনের একজন বলেন , হে আল্লাহ, আপনি দানকারিকে অনুরুপ প্রতিদান দিন । অন্যজন বলেন, হে আল্লাহ, আপনি কৃপণের মাল ধ্বংস করুন ।
( বুখারি ১৪৪২, তাপা )
এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পাঁচটিঃ
১। সালামের জওয়াব দেওয়া।
২। অসুস্থ বাক্তির খোঁজ-খবর নেওয়া।
৩। জানাযার পশ্চাদানুসরন করা।
৪। দাওয়াত কবুল করা।
৫। হাচির জওয়াব দেওয়া।
(বুখারি ১২৪০, তাপা)
যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, তাঁর প্রতি আল্লাহ তা’আলাও দয়া করেন না ।
(তিরমিজি ১৯১৭, ইফা)
কোন বান্দা যদি অপর কারোর দোষ-ত্রুটি দুনিয়াতে গোপন রাখে, আল্লাহ তা’আলা তাঁর দোষ-ত্রুটি কিয়ামত দিবসে গোপন রাখবেন ।
(মুসলিম ৬৩৫৯, ইফা)
নিশ্চয়ই সকল আমল(এর প্রতিদান)নির্ভর করে নিয়াতের উপর,প্রত্যেক বাক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়াত করে ।
(বুখারি ১,১ , তাপা)
নিশ্চয়ই আল্লাহ তা’আলা মৃত্যুর গড়গড়া না আসা পর্যন্ত বান্দার তওবা কবুল করেন।
(তিরমিজি ৬:৩৫৩৭, ইফা)
“ মানুষের ভিতরে এমন একটি অংশ আছে ওই অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানবদেহের পুরো অংশ পরিশুদ্ধ হয়। কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায়, তাহলে মানবদেহের পুরো অংশ নষ্ট হয়ে যায়। সেই অংশটি হলো আত্মা। ”
আল হাদিস
“ ধণী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর ”
আল হাদিস
“ দারিদ্র্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করো। কেননা ইহার অভিশাপ মানুষকে কাফেরে পরিনত করে। ”
আল হাদিস
“ দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরষ্কার আছে। কিন্তু অভাবগ্রস্ত আত্নীয়-স্বজনকে দান করিলে সেই দান করিলে সেই দানের জন্য দুইটি পুরষ্কার আছে, একটি দানের জন্য, অন্যটি আত্নীয়কে সাহায্য করার জন্য। ”
আল হাদিস
“ আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন ”
আল হাদিস
“ পাচটি ঘটনার পূর্বে পাচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূবে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পুর্বে জীবনকে ”
আল হাদিস
“ সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তাহা প্রচার কর ”
আল হাদিস
“ যখন উপাসনা শেষ হবে, তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর দান অনুসন্ধানে ব্যাপৃত থাকবে ”
আল হাদিস
“ যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরন করে,সে জান্নাতবাসিনী হবেন ”
আল হাদিস
“ মাতা পিতাকে কষ্ট দিবে না। তারা যদি তোমাকে তোমার সন্তান সন্ততি ও বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয় তবুও। ”
আল হাদিস
“ ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার ”
আল হাদিস
“ স্ত্রীদের যা কিছু পাওনা রয়েছে তা উত্তম আচরণের মাধ্যমে পৌঁছে দাও। আর তাদের উপর পুরুষদের একটি উঁচু মর্যাদা রয়েছে। ”
আল কুরআন
“ স্বামীর ওপর স্ত্রীর অধিকার এই যে, স্বামী তার খাবার, পোশাক পরিচ্ছদ, বাসস্থান এবং আনুষঙ্গিক জিনিসপত্র সরবরাহ করবে। ”
আল কুরআন
“ নিশ্চয়ই নিজের মনের বিরুদ্ধে জেহাদ করাই শ্রেষ্ঠ জেহাদ ”
আল কুরআন
“ যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না! ”
হযরত আলী (রাঃ)
“ যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না ”
হযরত আলী (রাঃ)
Post a Comment