জন্মদিন প্রত্যেক মানুষের কাছেই একটি বিশেষ দিন। এবং আমরা সকলেই আমাদের কাছের মানুষদের তাদের জন্মদিনে একটি ভালো উপহারের সঙ্গে একটি ভালো Bangla Birthday Wish 🎂 করতে চাই। কিন্তু একটি সুন্দর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সঠিক শব্দ গুলো খুঁজে পাওয়া একটু মুশকিল হতে পারে। তাই আমরা আপনাদের বিশেষ দাবিতে নিয়ে এসেছি Birthday Wish Bangla.
Best Bangla Birthday Wish With Images
“আরো একটি বছর করলে তুমি পার।
সুস্থ থাকো, ভালো থাকো।
এই কামনাই করি বার বার।
❦~শুভ জন্মদিন~❦”
“আজ তােমার জন্মদিন
এলাে খুশির শুভদিন।
সর্বদা থাকে যেনাে তােমার মন,
এমনি আনন্দে রঙিন।
❦~Happy Birthday~❦”
“জন্মদিনের শুভেচ্ছা,
প্রিতি ও ভালোবাসা,
পৌঁছাবে তোমার কাছে,
আমার শুধু এই আশা।
❦~শুভ জন্মদিন~❦”
“বছর বছর আসে ফিরে
শুভ জন্মদিন,
হাঁসি খুশির রঙিন ছোয়া
গিফট এর দিন।”
“আনন্দ উল্লাসে কাটে
যেন তোমার প্রতিটি দিন,
শুভেচ্ছা জানাই আজ তোমার
❦~শুভ জন্মদিন~❦”
“এই বারেতে একটু খানি,
কাটিয়ে ঘুমের রেশ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
❦~শুভ জন্মদিন~❦”
“রাত্রি শেষে সূর্য হাঁসে,
আলোয় ভরা দিন।
বারে বারে ফিরে আসুক
তোমার শুভ জন্মদিন।”
“চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমার জন্য রইলো
জন্মদিনের অনেক
অনেক শুভ কামনা।
❦~Happy Birthday~❦”
“আজ তোমার জন্মদিন,
এলো খুশির শুভদিন,
সর্বদা থাকে যেনো তোমার মন
এমনি আনন্দে রঙিন।
❦~Happy Birthday~❦”
“আজকের এই বিশেষ দিনে
হয়ে ওঠো আরো নবীন,
ভালবেসে জানাই তোমায়
❦~শুভ জন্মদিন~❦”
“দিন যায় রাত আসে
মাস যায় বছর আসে,
সবাই থাকে শুদিনের আশায়,
আমি থাকি শুধু তোমার
জন্মদিনের আশায়!
❦~শুভ জন্মদিন~❦”
“তোমার কথা ভাবতে ভাবতে
হয়না যেন দিন শেষ,
জন্মদিনের শুভক্ষণে তোমায়
পাঠালাম এই SMS
❦~শুভ জন্মদিন~❦”
“কারও প্রিয়দিন Sunday
কারও প্রিয়দিন Monday,
আমার প্রিয়দিন তোমার Birthday
❦~শুভ জন্মদিন~❦”
“তোর জন্য ভালোবাসার লক্ষ..
গোলাপ জুঁই..
হাজার লোকের ভিড়ে
আমার থাকবি হৃদয়ে তুই।
❦~শুভ জন্মদিন~❦”
“দিনের শেষে বলছি বটে
শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই
শুধু ভাবছি সারাদিন।
❦~শুভ জন্মদিন~❦”
“জন্মদিনে কি বা দিবো
তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা
হিন্দিতে নাও পেয়ার।
❦~শুভ জন্মদিন~❦”
Unique Happy Birthday Wishes In Bengali
বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের জন্মদিনের উদ্যেশে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা সেরা Unique Bangla Birthday Wish. এই বছর বন্ধুর জন্মদিনে একটি ভালো উপহারের সঙ্গে হৃদয়কে স্পর্শ করার মতো একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিন।
“আর একটি বছর এসে গেলো
বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কালও ছিলাম আজও আছি।
তোমার জন্মদিনের সাথী।
❦~শুভ জন্মদিন~❦”
“শুভ শুভ শুভ দিন
আজ তোমার জন্মদিন,
মুখে তোমার দিপ্ত হাঁসি,
ফুল ফুটেছে রাশি রাশি,
হাজার ফুলের মাঝে
গোলাপ যেমন হাঁসে,
তেমন করে বন্ধু তোমার
জীবন যেন সুখের
সাগরে ভাসে।”
“জন্মদিন এলো ফিরে,
জীবন থাকুক আলোয় ভরে
আছে যত ইচ্ছে মনে
বদ্ধ রেখোনা মনের কোণে,
পৃথিবীর সুখ তোমার থাক
দুঃখ গুলো নিপাত যাক,
স্বপ্ন গুলো হক রঙিন,
হৃদয় ভোরে জানাই
❦~শুভ জন্মদিন~❦”
“আজকের দিনে মায়ের কোলে
আলো হয়ে তুমি এসেছিলে,
সবার আশা পূর্ণ করে
আনন্দ বুক ভরিয়েছিলে,
এমনি করেই ভুবন ভরে
থাকো তুমি চিরতরে
❦~শুভ জন্মদিন~❦”
“শুভ রজনী শুভ দিন,
সামনে আসছে তোমার জন্মদিন,
জন্মদিনে কি দেবো তোমায়,
এক তোড়া গোলাপ আর এক বুক
ভালোবাসা ছাড়া আর কিছু
নেই যে আমার !!!”
“শাশ্বত, এই জন্মদিন তোমার
স্বগত হোক বার বার
ধরণীর ম্লান অভ্র কুঞ্জে,
রূপ রঙে করুক আবার
ধুয়ে যাক সব কষ্ট দুঃখ গ্লানি
তোমার হাঁসির ছোয়া লেগে
সুরভিত হোক সকল প্রাণী
❦~শুভ জন্মদিন~❦”
“রাজার আছে অনেক ধন,
আমার আছে সুন্দর মন
পাখির আছে ছোট্ট বাসা
আমার মনে একটি আশা
দিবো তোমায় ভালোবাসা।
❦~Happy Birthday~❦”
Bangla Birthday Wish For Best Friend
ভগবানের দেওয়া সবথেকে ভালো উপহার গুলির মধ্যে একটি হল Best Friend। এবং সেই Best Friend-এর জন্মদিনে তাকে একটি ভালো উপহারের সঙ্গে একটি ভালো জন্মদিনের শুভেচ্ছা জানানো উচিৎ। নিচে দেওয়া birthday wish for friend in bangla funny গুলোকে আপনি খুব সহজেই কপি অথবা ডাউনলড করে আপনার বন্ধু কে পাঠাতে পারবেন।
“খুশীর আকাশে পাল
তুলে যেও চিরদিন,
হাঁসি গানে শোধ হয়ে
যাবে যত ঋণ,
আলোর পরশে ভোর
হয়ে এই রাত
কোনদিন ছেড়ে দিওনা
এই বন্ধুত্তের হাত
❦~Happy Birthday~❦”
“বন্ধু তোমার মনের আশা পূরন
হোক জন্মদিনে..
অভিনন্দন
জানায় তোমায় এমন খুশির
শুভক্ষণে..
ভালোলাগার স্বপ্ন
আসুক তোমার চোখের
মণিকোঠায়..
জীবন তোমার ভরে উঠুক
আনন্দ ভরা উচ্ছলতায়
❦~শুভ জন্মদিন~❦”
“আজকের এই দিনটির জন্য
একটা বছর ধরে ওয়েট করছি…
কারন এই স্পেশিয়াল দিনে
সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে
স্পেশিয়াল করে আমার
জন্য পাঠিয়েছে…
❦~শুভ জন্মদিন~❦”
“একসাথে অনেক গুলো বছর
পার করলাম তোর সাথে।
মান অভিমান ও করেছি অনেক।
তবে আমাদের বন্ধুত্ব আজও
আছে সেই আগের মতো,
যেমনটা ছিলো আগে।
আজকে তোর জন্মদিনে
তোর জন্য অগুন্তি
শুভ কামনা রইলো।
❦~শুভ জন্মদিন~❦”
“হাঁসি, ঠাট্টা, অভিমান,
সব মিলিয়েই
আমাদের বন্ধুত্ব চলছে,
আর চলবে।
শুরু হয়েছিলো একসময়,
তবে শেষ হবার নয়।
তোমার প্রতিটা জন্মদিনেই
তোমাকে এভাবে শুভ জন্মদিন
বন্ধু বলে শুভেচ্ছা জানাতে
চাই প্রতি বছর।
❦~শুভ জন্মদিন~❦”
“এই যুগে সত্যিকারের বন্ধু
যার আছে সে হচ্ছে সবচাইতে
ভাগ্যবানদের মধ্যে একজন।
আমি সেই একজন
যার আছে এক সত্যিকারের বন্ধু।
আজকে আমার সেই
বন্ধুর জন্মদিন।
দোয়া করি আমার বন্ধু
যেনো ১০০ বছরের ও
বেশি সময় বাঁচে।
❦~শুভ জন্মদিন~❦”
“আমার কখনো মনেই হয়নি
যে আমার কোনো আপন
ভাই নেই।
কারন আমরা এমন একটা বন্ধু
আছে যে আমার এতোটা আপন
যে তাকে আমি নিজের বন্ধু না,
ভাই মনে করি।
আজকে আমার সেই
ভাইয়ের জন্মদিন।
জন্মদিনের অগণিত
শুভেচ্ছা রইলো তার জন্য।”
Bengali Insulting Birthday Wishes For Best Friend
Best Friend-এর জন্মদিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সাথে Insult করারা মজাই আলাদা, তাই আমরা আপনাদের বিশেষ দাবিতে নিয়ে এসেছি Insulting Birthday Wishes For Best Friend In Bengali। এই Insulting শুভেচ্ছা বার্তা গুলো ব্যাবহার করে আপনি আপনার বন্ধু কে শুভেচ্ছা জানানোর সঙ্গে Insult ও করতে পারবেন।
“তুমি কি জানো, যে তোমার
ভাগ্য অনেক ভালো?
আমার মতো বন্ধু যার আছে,
তার ভাগ্য ভালো না হয়ে
কি পারে!
আমি তোমার জন্মদিন
মনে রেখেছি,
সেই জন্য তোমার নিজেকে
ভাগ্যবান মনে করা উচিৎ,
কারন এই প্রথমবার
কোনো বন্ধুর জন্মদিনের তারিখ
মনে রাখতে পেরেছি।
❦~শুভ জন্মদিন~❦”
“তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু,
আর আমি জানি যে আমি
তোকে যা দেই,
তুই সব সময় আমাকে তার
১০ গুন বেশি দিয়ে থাকিস।
আজকের তোর জন্মদিনে
আমার পক্ষ থেকে পার্টি দিলাম,
তবে মনে রাখিস,
১০ গুন বেশি।
❦~শুভ জন্মদিন~❦”
“বন্ধুর জন্মদিন কিভাবে পালন করে?
(১) মুখে কেক মাখিয়ে।
(২) মাথায় বেলুন ফাটিয়ে।
(৩) শুভ জন্মদিন স্ট্যাটাস দিয়ে।
এখন তুমি ঠিক করো তোমার
জন্মদিন কিভাবে পালন করবো।
৩টি উপায় থেকে
১টি উপায় বেছে নেও।”
“দোয়া করি বন্ধু তুই আরো
অনেক বড় হবি।
চিন্তা করিস না,
তুই যথেষ্ট লম্বা আছিস,
তোর মান সম্মান ইজ্জতের দিক
দিয়ে বড় হবার দোয়া করলাম।
আরো দোয়া করি যেনো
তোর তাড়াতাড়ি বিয়ে হয়
আর ১০/১৫ টা বাচ্চা কাচ্চা হয়।
শুভ ডাউনলোড দিবস বন্ধু।”
New happy birthday wish In bangla
জন্মদিন মানে কিছু নতুন লক্ষ্য এবং স্বপ্ন নিয়ে জীবনের নতুন অধ্যায়ের নতুন এক সূচনা। আর বন্ধু বান্ধোব ও পরিবারের সদ্যসের জন্মদিনে, তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো একটা সাধারন ব্যাপার। আর সেই জন্যই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা সেরা কিছু Subho Jonmodin Wishes, ও happy birthday wishes in bengali।
“কামনা বাসনা স্বপ্ন সাধনা
তুমি প্রদীপের আলো।
তোমার হাঁসিতে তোমার খুশিতে
ভুবন লাগে ভালো।
পৃথিবী যত দিন থাকবে
ততোদিন থাকুক তোমার ঐ হাঁসি।
অনেক বড় হও
দেখুক তোমাকে এই বিশ্ববাসী।
❦~শুভ জন্মদিন~❦”
“গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলী,
শরতের গিতালী, হেমোন্তের মিতালী,
শীতের পিঠাফুলি, বসন্তের ফুলকলী,
এমনি করে ভরে থাক
তোমার জীবনের দিনগুলি।
❦~শুভ জন্মদিন~❦”
“ফুলের হাঁসিতে প্রাণের খুশিতে,
সোনালী রোদ্দুর ঘাসের বুকেতে,
করেছে ভুবন রঙ্গীন,
তোমাকে জানায় হৃদয় থেকে
❦~শুভ জন্মদিন~❦”
“আজ মেঘেদের মুখে হাঁসি
বর্ষার লুকোচুরি..
বৃষ্টিটা যেনো আজ লাগছে
অনেক সুন্দরী
আজ আকাশটা উদাসী,
আনন্দের রঙ মিছিল..
ধরণীর বুকে ছড়িয়ে
পড়েছে খুশির সলিল
❦~Happy Birthday~❦”
“আজ তোমার জন্মদিন,
কি দেবো বলো উপহার ?
হৃদয় ছাড়া দেবার মত
কিছু নেই তো আমার,
আজ জন্মদিনে তোমার,
এই গান দিলাম উপহার।”
“সবাইতো ফুল দিয়ে উইশ করবে,
আমি না হয় হৃদয় দিয়ে করবো,
কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে,
আমি না হয় Sms দিয়ে বললাম ।
❦~শুভ জন্মদিন~❦”
“দিনের পরে রাত যাই
রাতের পরে দিন।
মাসের পরে মাস যাই,
তারপর বছর।
একটা বছর যাবার
পরে আজকে
আসলো আবার তোমার
সেই দিন…
এই দিনটি তোমার
আসুক ফিরে
বারে বারে খুব ভালো ভাবে
❦~শুভ জন্মদিন~❦”
“রাতের আকাশে চাঁদনি আলো
লাগছে দেখো কতো ভালো,
তারা সবাই অপেক্ষা করছে
রাত্রি কখন 12 টা বাজে,
ঘড়িতে যখন 12 টা বাজে,
নতুন বছর তোমার শুরু হবে।
এমন দিন যেনো
তোমার আসে বারে বারে।
❦~শুভ জন্মদিন~❦”
“রাত পেরিয়ে আর একটা
দিন, তাই তোমার জন্মদিন..
প্রকৃতি সেজেছে নতুন সাজে,
ফুল ফুটেছে রাশি রাশি গাছে
দোয়েল ময়না টিয়া ডাকছে
আপনসুরে জন্মদিনে
শুভেচ্ছা জানাবে বলে।
❦~শুভ জন্মদিন~❦”
“আকাশ ভরা সূর্য্য তারা,
জীবন হোক আনন্দে ভরা,
রংধনুর ওই সাতটি রঙে
শ্রেষ্ঠ হও তুমি এই ভুবনে,
পড়ুক এসে আলোর আভাস
প্রাণে লাগুক খুশির বাতাস।
❦~শুভ জন্মদিন~❦”
Bangla Birthday SMS
আপনি খুব সজেই নিচে দেওয়া Bangla Birthday SMS গুলোকে “কপি করুন” বাটানে কিল্কি করে কপি করতে পারবেন। এবং এই sms গুলোকে Whatsapp-এর মাধ্যমে Birthday Boy কে পাঠাতে পারবেন।
“আজকের দিনটা ভরে উঠুক
ভালবাসা আর উৎসাহে,
আশা করছি সব প্রিয়জনেরা
পাশেই আছে।
জীবনে আরো উন্নতি, সৌভাগ্য,
ঐশ্বর্য আসুক এই কামনাই করি।
❦~শুভ জন্মদিন~❦”
“সুন্দর এই ভুবনে সুন্দরতম
জীবন হোক তোমার পূরণ,
হোক প্রতিটি স্বপ্ন,
প্রতিটি আশা তোমার পূরণ,
বেচে থাক হাজার বছর
❦~শুভ জন্মদিন~❦”
“তোমার জন্য প্রার্থনা করি
১২ মাস আনেন্দর,
৫২ সপ্তাহ খুশির,
৩৬৫ দিন সাফল্যের,
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,
আর ৫২৫৬০০ মিনট
সৌভাগ্যের হয়….!
❦~শুভ জন্মদিন~❦”
“আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার, প্রিয় মানুষের
❦~শুভ জন্মদিন~❦”
“চোখ খুলি বা বন্ধ করি
তুমিই ভেসে আসো!
মেয়ে তুমি আমায় কি
এমনি ভালবাসো?
❦~Happy Birthday~❦”
“আজকেরই এই দিনে,
সবকিছু হউক নতুন করে।
সুখের স্মৃতিটুক থাক কাছে,
দুঃখ গুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে
রেখোনা আর মনে।
নব উদ্দমে কাজ করো
নতুন এই দিনে।
❦~শুভ জন্মদিন~❦”
Bangla Birthday Kobita {Poem}
আপনার বন্ধু যদি একটি কবিতা প্রেমি হয় তাহলে তাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য নিচে দেওয়া Bangla Birthday Kobita গুলো ব্যাবহার করুন। আপনার বন্ধু এই কবিতা শুভেচ্ছা গুলো দেখে খুব খুশি হবে।
“বিধাতার সুখের নিরে
হোক তোমার বসবাস।
স্বপ্ন গুলো সত্যি হয়ে
কেটে যাক ১২ মাস।
ইচ্ছে গুলো ডানা মেলুক
প্রজাপতির মতো।
মুছে যাক তোমার জীবনের
দুঃখ আছে যত।
❦~Happy Birthday~❦”
“আজ তোমার জন্মদিন,
কি উপহার নিবে বলো?
জন্মদিনে তোমায়
হৃদয় দিলাম উপহারে।
অভিমানের মেঘ ভাসিয়ে
দাও অনেক দূরে,
মন খারাপ এর দিন গুলো
দাও উরিয়ে ওই আকাশের নীড়ে।
অসীম শুখ বয়ে আসুক
তোমার জীবন জুড়ে।
❦~Happy Birthday~❦”
“হাজার ভিড়ের মাঝে হোক
তোমার একটা আলাদা পরিচয়…
দুঃখ যেন তোমায় ধরা
না দেয় কখনই,
সবসময় যেন তোমার
থাকে ভালো সময়….
এই কামনায় করি সব সময়
❦~শুভ জন্মদিন~❦”
“ফুলের হাঁসিতে প্রাণের খুশিতে
সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে
অলিরা গানে গানে ফুলের
কানে কানে বলছে
আজ সেই শুভ দিন
❦~শুভ জন্মদিন~❦”
“রূপ কোথার রানী তুমি,
২ নয়নের আলো,
সারা জীবন এমন করে
বেশে যাবো ভালো।
তুমি আমার জীবন মরন,
আমার চলার সাথি।
তোমাকে ছারা ১ লা আমি
কি করে থাকি ?
❦~Happy Birthday~❦
❦~Janu~❦”
“মামা তোমার জন্মদিনে,
শেয়াল বলে সঙ্গে যাবো,
বিড়াল বলে, মিউ মিউ
সঙ্গে গিয়ে কেক খাবো।
ময়না বলে, আমিও যাবো।
ক জনকে আর থা*মিয়ে রাখি,
মাসি পিসি বনকাপাসি,
চাঁদের খুড়ি ঘুঁটের ঝুড়ি
সঙ্গে নিয়ে আসি যদি,
তাইতো আজি একলা এলাম,
মামা তোমার জন্মদিনে।”
Birthday Quotes & Caption In Bengali
বর্তমানে অকনেকেই তার প্রিয়জনের জন্মদিনে শুভেচ্ছা জানানোর উদ্যেশে ইন্টারনেটে bangla birthday Status, Quotes ও Caption সার্চ করে থাকে। সেই কথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য এই Quotes ও Caption গুলো নিয়ে এসেছি।
জীবন একটা বইয়ের মতন,
আর তার প্রতিটি পাতা
হল এক একটা বছর,
সেই পাতাগুলোকে তুমি
কিভাবে সাজাবে তা নির্ভর
করছে তোমার উপর..
শুধু খেয়াল রেখো বইটি যেন
দেখতে সুন্দর হয়…
শুভ জন্মদিন
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা…
তোমার জীবনের গল্প লেখো নিজের হাতে…
শুধু মাথায় রেখো তাতে কল্পনা ও বাস্তবের মধ্যে
যেন একটা সমতা থাকে…
এই দিনটা তোমার জীবনে বারবার ফিরে আসুক..
আর তোমার আয়ুতে দিন কম পড়লে
ঈশ্বর যেন আমার আয়ু থেকে তোমায় সময় দান করেন…
শুভ জন্মদিন..
জন্মদিন মানে শুধু বন্ধুদের সাথে এনজয় করা নয়…
জন্মদিন মানে তোমার কাছে নিজেকে প্রমান করার জন্যে
আগের বছর অবধিও যা সময় ছিল,
তার চেয়ে এখন এক বছর কম আছে..
তাই নিজের প্রতি যত্নশীল হও,
নিজের দায়িত্ব পালন করতে শেখ…
আরো বড় হও-তোমার জন্মদিনে আমি এই কামনা করি..
শুভ জন্মদিন
আশা রাখি জীবনের আনন্দযাত্রায়
কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না..
জন্মদিনের শুভেচ্ছা নিও
Bangla Birthday Wish For Brother & Sister
পৃথিবীতে সবথেকে পবিত্র সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। আর আজকে সেই ভাই, বোনেদের উদ্যেশে আমরা নিয়ে এসেছি Bengali happy birthday msg.
আমার জীবনের সেরা সময়
তোমার মত প্রাণবন্ত
ভাইয়ের সাথে বড় হওয়া…
জীবনকে বর্ণময় করে
তোলার জন্য ধন্যবাদ!
..শুভ জন্মদিন ..
আজ জন্মদিনে তোমার
দিনটা প্রচুর মজা,
আনন্দ ও সুন্দর মুহুর্তে ভরে
উঠুক এই কামনাই করি
শুভ জন্মদিনের অভিনন্দন !
আশা করি যে, হাসি,
আনন্দ, সৌভাগ্য এই
বছরটায় সর্বদা
তোমার সাথে থাকে!
তোমাকে জানাই জন্মদিনের
অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন
এক বছর পরে এল
ফিরে আজকের এই দিন।
তাই তো তোকে জানাই
শুভ জন্মদিন।
ভালো থাকিস।
স্বপ্ন গুলো সত্যি হোক
সকল আশা পূরণ হোক।
দুঃখ গুলো দূরে যাক
সুখে জীবনটা ভরে যাক।
জীবনটা হোক ধন্য
শুভ কামনা তোমার জন্য।
~ শুভ জন্মদিন ~
Bangla Birthday Wish For Husband & Wife
সব তর্কাতর্কি, ভুল বোঝাবুঝি
সত্বেও তুমিই আমার
জীবনের প্রিয়তম মানুষ!
শুভ জন্মদিনের
অনেক অনেক ভালবাসা নিও।
জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই
আমার জানা সবথেকে
উজ্জ্বল ও মজার মানুষটিকে!
তোমার একটা হাসিতে
আলোকিত হয়ে ওঠে চারিদিক।
অনেক ভালবাসা নিও
তোমার জন্মদিনে তোমাকে
পাঠালাম হাজার হাসির শুভেচ্ছা..
যারা তোমাকে প্রতিদিন হাসাবে..
আনন্দ দেবে..
শুভ জন্মদিন…
কামনা করি সমস্যার সব
পাহাড়ের শিখরে চড়ে তুমি
জয়ের নিশান যেন ওড়াতে
পারো চিরকাল…
শুভ জন্মদিন
ঘড়িতে ১২ র কাঁটাটা ছোঁয়ার
আগেই আমি তোমাকে
জানাই যে,
বয়সটা তো আরো একবছর বেড়ে গেল!
..শুভ জন্মদিন..
Birthday Wishes For Lover In Bengali
Lover-কে তার জন্মদিনে ইমপ্রেস করতে হলে সবার প্রথমে তাকে একটি গোলাপ ফুল দিয়ে দিন। এবং তারপর নিচে দেওয়া রোমান্টিক লাইন গুলির মাধ্যমে তাকে বার্থডে উইশ করুন। আমরা আপনার boyfriend (BF) ও girlfriend (GF) উদ্যেশে birthday wishes নিয়ে এখানে হাজির হয়েছি।
জীবনের এই সুন্দর দিনটা
পরিবার ও বন্ধু -বান্ধব,
প্রিয়জনদের সাথে মজা
করে কাটাও..
জন্মদিনের শুভেচ্ছা নিও ..
শুভ জন্মদিনের অভিনন্দন জানাই এমন এক জনকে
যার জন্মদিনের কথাটা ফেসবুক
রিমাইন্ডার ছাড়াই মনে করতে পারি!
শুভ জন্মদিন,
ধূসর কালো এই দুনিয়ায়,
রঙ্গীন স্বপ্ন হোক তোমার
আগামীর পথ চলা…
আবারো শুভ জন্মদিন জানাই তোমাকে।
শুভ জন্মদিন! শুভ হোক আগামী দিনগুলো।
তোর এই হাসি সারাজিবন থাকুক!
তোর জন্য সব সময় আমার মনের দরজা খোলা!
তুই সব সময় ভালো থাক এটাই আমি চাই!
আজকের দিনটি যেন খুব মজা করে কাটে তোমার,
আগামী বছরের প্রতিটা মুহূর্ত যেন সুখের হয়।
শুভ জন্মদিন।
Birthday Wish For Daughter & Son In Bangla
ছেলেকে অথবা মেয়েকে তার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য নিচে দেওয়া শুভেচ্ছা বার্তা গুলো ব্যবহার করুন। আপনার সন্তান এই বার্তা গুলো খুব খুশি হবে।
প্রতিদিনই জন্মদিনের মত
আনন্দে পরিপূর্ণ থাকুক!
আজকের দিনটা প্রানখুলে
উপভোগ কর..
শুভ জন্মদিন !
কামনা করি তোমার আয়ু দীর্ঘায়িত হোক…
তোমার জীবনের সব বিপদের
অকালবিয়োগ ঘটুক…
ঈশ্বর তোমার সহায় হোক…
শুভ জন্মদিন
তোমার জীবন হয়ে উঠুক
রামধনুর সাত রঙে রঙিন…
প্রতি বছর তোমার বয়সের
সাথে সাথে বাড়ুক তোমার বুদ্ধি ও যশ..
শুভ জন্মদিন
জন্মদিনে কামনা করি
তোমার এই জন্মদিনে
ঈশ্বর যেন তোমায়
অনেক অনেক আশীর্বাদ করেন
শুভ জন্মদিন!
কামনা করি তুমি যেন
পৃথিবীর সব সুখ আস্বাদন
করতে পারো….
শুভ জন্মদিন…
গত বছর ঈশ্বর এই দিনটাতে
স্বর্গ থেকে সবচেয়ে মিষ্টি
এঞ্জেল-টাকে পাঠিয়েছেন
এই পৃথিবীতে…
ছোট্ট ছোট্ট পায়ে এগোতে এগোতে
সে আজ এক বছর
বয়সী হয়ে উঠেছে…
Post a Comment